ফুলতলায় পিঠা উৎসবের উদ্বোধন করলেন নায়িকা শাহনুর

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ শুক্রবার বিকেলে খুলনার ফুলতলায় পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় লিটল এঞ্জেল কিন্ডার গার্টেন স্কুল চত্বরে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন চিত্রনায়িকা শাহনুর (সৈয়দ কামরুন্নাহার)। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ মতলেব হোসেন। এসময় উপস্থিত ছিলেন লিটল এঞ্জেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক গৌতম কুমার কুন্ডু, উপজেলা প্রেসকাবের সভাপতি শামসুল আলম খোকন, পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মোড়ল, লাভলী রহমান, এলিজাবেদ কেয়া, মুক্তা রহমান, পম্পা রানী কুন্ডু, শিক্ষক পরিমল কান্তি বিশ্বাস, রাশেদ মোল্যা, আঞ্জুমানারা আঙ্গুর, লাকি খাতুন, মো. কামরুজ্জামান প্রমুখ।