রহেলাপুর মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলার রহেলাপুর মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সকালে মাদরাসা চত্বরে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুপার মাও. কোরবান আলী। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান মৃদুল, কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। উপস্থিত ছিলেন ইছালী ফটিক মডেল কলেজের অধ্যাপক মিজানুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল গফুর প্রমুখ।