এনায়েতপুরে ৮ দলীয় ক্রিকেটে লেবুতলা তরুণ দল চ্যাম্পিয়ন

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলার এনায়েতপুরে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লেবুতলা তরুণ ক্রিকেট দল। গতকাল শুক্রবার এনায়েতপুর যুব সমাজের উদ্যোগে স্থানীয় প্রাইমারি স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় তারা প্রতিপক্ষ মাগুরা শালিখার সিমাখালী ক্রিকেট দলকে হারিয়ে বিজয়ী হয়। টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে সিমাখালী ক্রিকেট দল। খেলায় টচে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যশোর সদরের লেবুতলা তরুণ ক্রিকেট দল। তারা নির্ধারিত ওভারে মাত্র একটি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। জবাবে ১১৮ রানের টার্গেটে মাঠে নেমে সিমাখালী দল এক উইকেট হারিয়ে ১০৭ রান করে। ফলে মাত্র ১০ রানে তাদেরকে পরাজয় বরণ করতে হয়। ফাইনাল খেলায় সর্বোচ্চ ৭৯ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রানার্সআপ দলের হাবিবুল্লাহ। খেলাটি উপভোগ করতে মাঠে প্রচুর দর্শকের সমাগম হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার গোলাম মোস্তফা। প্রধান অতিথি ছিলেন লেবুতলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহব্বায়ক খাইরুল ইসলাম। উপস্থিত ছিলেন মাস্টার জিল্লুর রহমান, জুয়েল রানা, রাকিব হোসেন, রানা হোসেন প্রমুখ।