বরযাত্রা পরিণত হলো শবযাত্রায়

0

ঝিনাইদহ ও মহেশপুর সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩ বরযাত্রীর নিহত হওয়ার ঘটনায় উৎসবমুখর বরযাত্রা পরিণত হয়েছে শোকের শবযাত্রায়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জাগুসা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন বরের ভাগনে ও একজন ভগ্নিপতি। তারা হলেন- কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির আহম্মেদ (১৭), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাকলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে রাজু হোসেন (২২) ও একই উপজেলার নেহালপুর গ্রামের নজরুল ইসলাম (৪৮)।
স্থানীয়রা জানান, সকাল থেকেই বিয়ের আয়োজন চলছিল। দুপুরের দিকে শুরু হয় বিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি। এক সঙ্গে ৩টি মাইক্রোবাস ও ১২ টি মোটরসাইকেল নিয়ে অর্ধশতাধিক বরযাত্রী যাচ্ছিল কণের বাড়িতে। কিন্তু পথে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় বরযাত্রা যেন পরিণত হয় শবযাত্রায়। কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর থেকে মহেশপুরের বাবলা মাথাভাঙ্গা গ্রামে বিয়ের বরযাত্রীবাহী বহরটি জাগুসা গ্রামের মাঠে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ৩ জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে সেখান থেকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওই ৩ জনকে মৃত ঘোষণা করেন। মহেশপুর থানার ওসি মো. মোর্শেদ হোসেন খান জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের প থেকে তাইজেল হোসেন জানান, আলীপুর গ্রামের আব্দুর রউফের ছেলে রনি আহম্মেদের সঙ্গে বাবলা মাথাভাঙ্গা গ্রামের আজাদ হোসেন মেয়ে পলি খাতুনের বিয়ের অনুষ্ঠানটি এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বন্ধ করে দেয়া হয়েছে।