হরিণের ৫০ কেজি মাংস ও তিনটি চামড়া উদ্ধার

0

খুলনা প্রতিনিধি ॥ সুন্দরবনের দাকোপ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কোস্ট গার্ড হরিণের ৫০ কেজি মাংস, তিনটি চামড়া ও একটি মাথা উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে এ অভিযান চালানো হয়। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুলাহ-আল-মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন নলিয়ানের একটি টহল দল দাকোপ থানার ছোট কুমড়াকাঠি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে হরিণের ৫০ কেজি মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করে। এসব শিবসা ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে শিকারিরা হরিণ শিকার করে মাংস বিক্রি করে। কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা, চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।