প্রবল বাতাসে ভেঙে পড়ল ট্রাম্পের সীমান্তের দেয়ালের একাংশ

0

লোকসমাজ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে মেক্সিকো সীমান্তে নবনির্মিত দেয়ালের একাংশ প্রবল বাতাসে ভেঙে গেছে। বুধবার সকালে ক্যালিফোর্নিয়ার ক্যালেক্সিও শহরে দেয়ালের জন্য বসানো স্টিলের প্যানেল খুলে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। অবৈধ অভিবাসীদের ঠেকাতে ট্রাম্প প্রশাসন মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে যে ৩ হাজার ১৪৫ কিলোমিটার দেয়াল নির্মাণের যে প্রকল্প হাতে নিয়েছে তারই অংশ হিসেবে এটি নির্মিত হচ্ছিল।
মঙ্গলবার নিউ জার্সিতে ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় দেয়াল রেকর্ড গতিতে নির্মিত হচ্ছে দাবি করার একদিন পর সেটির একাংশ ভেঙে পড়ল। খবরে বলা হয়েছে, নির্মিত দেয়ালের ৩০ ফুট উঁচু কংক্রিট এখনও শুকায়নি। ফলে প্রবল বাতাসে তা ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবা জানিয়েছে, ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৮ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল কর্মকর্তা কালোর্স পিটনস বলেন, সৌভাগ্যবশত মেক্সিকো কর্তৃপক্ষ খুব দ্রুত সাড়া দেওয়ার ফলে কাছে সড়কের যানবাহনকে বিকল্প পথে যাওয়ার নির্দেশ দেওয়া সম্ভব হয়েছে। তবে এতে কোনও সম্পত্তির ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি বলে জানান পিটনস।