জ্বর নিয়ে চীন থেকে আসা বাংলাদেশি তরুণ হাসপাতালে ভর্তি

0

লোকসমাজ ডেস্ক ॥ শরীরে জ্বর নিয়ে চীন থেকে আসা বাংলাদেশি এক তরুণকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই তরুণের পরিচয় প্রকাশ করা হয়নি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার পর বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিমানবন্দরের সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, সাউদার্ন চায়না এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে বুধবার রাতে ঢাকায় আসেন ওই তরুণ। তিনি চীনের একটি প্রদেশে এক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। শাহজালাল বিমানবন্দরে আসার পর থার্মাল স্ক্যানারে তার জ্বর ধরা পড়ে। ওই তরুণের শরীরের তাপমাত্রা ছিল ১০০ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট।
জ্বর থাকায় তাকে প্রথমে বিমানবন্দরে কোয়ারেন্টাইনে রাখা হয়। রক্তের নমুনা সংগ্রহ করার পর তাকে গতকাল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট আসলে তার করোনা ভাইরাস আছে কি-না বলা যাবে। ২১ বছর বয়সী ওই তরুণের বরাত দিয়ে সূত্র জানায়, চীনে তার দুবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখানে তার শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। চীন থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি দেশে এসেছেন। তার দুই জ্বর ও কপ থাকলেও শ্বাসকষ্ট ছিল না। চীনে প্রচণ্ড ঠান্ডার কারণে জ্বরে আক্রান্ত হয়েছেন বলে বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তাদের জানিয়েছেন তিনি। এদিকে গতকাল দুপুর পর্যন্ত (গত ১০ দিনে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আগত থার্মাল স্ক্যানারে ৩ হাজার ৮২৫ জনকে স্ক্রিনিং করা হয়েছে। এর মধ্যে জ্বর আছে এমন একজনই পাওয়া গেলো।