জীবননগরে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী হতাহত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আন্দুলবাড়ীয়া-পাঁকা সড়কের গ্যাং কোয়ার্টার অরক্ষিত রেলগেটে লাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত আবুল হাশেম (৪৫) আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহপুর গ্রামের মরহুম জুড়ন মন্ডলের ছেলে। এ সময় ওই মোটরসাইকেলের আরেক আরোহী একই উপজেলার কর্চ্চাডাঙ্গা গ্রামের মরহহুম গনি ফকিরের ছেলে জব্বার ফকির (৪৬) মারাত্মকভাবে আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ১০টার দিকে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, এদিন সকালে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ আন্তঃনগর ট্রেনের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। তারা দুজন চিকিৎসার জন্য মোটরসাইকেলে জীবননগর উপজেলা শহরে আসছিলেন। রেললাইন অতিক্রমকালে খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর আপ ট্রেন কপেতাক্ষের ধাক্কায় আবুল কাশেম ঘটনাস্থলেই নিহত হন এবং জব্বার ফকির গুরুতর আহত হন। আহত জব্বার ফকিরকে মুমূর্ষু অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।