চন্ডিপুর স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোর খাজুরার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় স্কুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদ লস্কারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাজুরা এমএনমিত্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলিল। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মশিয়ার রহমান, অজিত কুমার, প্রেসকাব যশোরের সহ-সভাপতি নুর ইসলাম, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম ও নৌবাহিনীর জুনিয়র কমিশন অফিসার টিপু সুলতান। সহকারী শিক্ষক পরিমল বিশ্বাসের সঞ্চালয়নায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম ছরোয়ার, লেবুতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী রেজা, পরিবার উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিরুল ইসলাম, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল কবীর, খাজুরা যুব সেবা সংঘের সম্পাদক মতিউর রহমান, অধ্যাপক আবু সাঈদ, সিনিয়র শিক্ষক মাও. আব্দুর রাজ্জাক, অভিভাবক লিন্টু রায়, বিদায়ী শিক্ষার্থী মেহরাব হোসেন প্রমুখ।