চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত করেন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। শিক্ষক গোলাম সাইফুল ইসলাম শিমুলের সঞ্চালনায় বক্তৃতা করেন. সিনিয়র শিক্ষক সালমা খাতুন, শহিদুল ইসলাম, লাকী বিশ্বাস, নাসির উদ্দিন, ফারুক আক্তার, হামিদুর রহমান, হাফিজুর রহমান, রওশনারা খাতুন, জিয়ারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।