চৌগাছা হাজী মোর্ত্তজ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় হাজী সরদার মোর্ত্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির নতুন ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়। এসএম তবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম মো. রফিকুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম শফিকুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য সোলাইমান হোসেন, পিটিএ সভাপতি মনিরুজ্জামান উজ্জল। অনুষ্ঠানের শেষে বিদায়ী ১২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৬ষ্ঠ শ্রেণির ১৪৮ শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।