পাইকগাছায় সাংবাদিক ও সুশীল সমাজের সাথে পুলিশ কর্মকর্তার মতবিনিময়

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা জেলার অপরাধ শাখার প্রধান ইনস্পেক্টর আব্দুল জলিল মঙ্গলবার সকালে পাইকগাছা থানায় সাংবাদিক, সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন। ওসি এমদাদুল হক শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পুলিশিং কমিটি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, প্রভাষক ময়নুর ইসলাম, জি,এম, মুনসুর আলী, আফজাল হোসেন, শহিদ হোসেন, সাংবাদিক জি,এম, মিজানুর রহমান, এস,এম, বাবুল আক্তার, এস,এম, আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, হাফিজুর রহমান রিন্টু, যুবলীগনেতা এম.এম. আজিজুল হাকিম। এর আগে তিনি থানার অপরাধমূলক তথ্যাদি, মাদকদ্রব্য, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন বিষয় পরিদর্শন করে সকল পুলিশ কর্মকর্তাকে দিক-নির্দেশনা পরামর্শ প্রদান করেন।