তালা মহিলা কলেজে মুজিববর্ষ উপলক্ষে প্রতিযোগিতা

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালা মহিলা কলেজে মুজিববর্ষ উপলক্ষে বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও সততা সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান। কলেজের হলরুমে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসকাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন ও উপাধ্যক্ষ শফিকুল ইসলাম। বিচারক ছিলেন সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, প্রভাষক কনা বিশ্বাস ও প্রভাষক অভিজিৎ মল্লিক। মনিটরিং করেন প্রভাষক গাজী জাহিদুর ইসলাম। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে বক্তব্য রাখেন দলনেতা সামিয়া ইফফাত, সামিয়া ইয়াসমিন ও সাবিয়া সুলতানা এবং বিপক্ষে বক্তব্য উপস্থাপন করেন দলনেতা শতাব্দী কর, সায়মা জামান শ্রাবনী ও ইশরাত জাহান সিসি। পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন প্রভাষক নিলুফা বানু ও ইমদাদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া শিক্ষা নজরুল ইসলাম।