চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র হতাহত

0

চৌগাছা (যশোর) সংবাদদাত্ া॥ মঙ্গলবার যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাহুল হোসেন নান্নু (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে চৌগাছা পৌর এলাকার মডেল পাড়ার মালয়েশিয়া প্রবাসী শাহজামালের ছেলে এবং হাজী মর্ত্তোজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় আহত হয়েছে জীবন রহমান (১৫) নামে অপর এক ছাত্র। সে দীঘলসিংহা গ্রামের মিল্টনের ছেলে এবং একই স্কুলের ১০ শ্রেণীর ছাত্র। রাহুলের মামা দৌহিদ হাসান বলেন, দুপুরে রাহুল ও জীবন মোটরসাইকেলে দীঘলসিংহা গ্রামে (জীবনদের বাড়ি) যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি চাঁদপুর-বেড়গাবিন্দপুর সড়কের ছোট ব্রিজে আঘাত করে। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আছিফ রায়হান মৃত ঘোষণা করেন রাহুলকে। আহত জীবন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাহুলের অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।