শৈলকুপায় ঝুঁকিপূর্ণ ব্রিজ পুনঃনির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

0

শৈলকুপা ( ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি বাজারের ঝুঁকিপূর্ণ ব্রিজ পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ব্রিজ সংলগ্ন বটতলা মোড়ে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন,অবসরপ্রাপ্ত শিক ইবাদত হোসেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা তোবারক হোসেন মোল্লা,অধ্য মতিয়ার রহমান,মকবুল হোসেন, রুহুল আমিন,খশরু পারভেজ,আনসার আলী,গোলাম মোস্তফা প্রমুখ। বক্তারা বলেন,কাতলাগাড়ী বাজার এ উপজেলার একটি ঐতিহ্যবাহী বাজার। এখানে একটি কলেজ, একটি মাধ্যমিক বিদ্যালয়,একটি বালিকা বিদ্যালয়,দুইটি প্রাথমিক বিদ্যালয় আছে। প্রতিদিন শ শ শিার্থী ও এলাকাবাসী ঝুঁকিপূর্ণ এই ব্রিজ পারাপার হন। অনেকে ব্রিজে দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। মানববন্ধনে ব্রিজটি পুনঃনির্মাণ করার ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী প্রধানমন্ত্রীর হস্তপে কামনা করেন। উল্লেখ্য,এস.নাইন.কে খালের ওপর অবস্থিত এ ব্রিজ দিয়ে প্রতিদিন শ শ যানবাহন চলাচল করে। পার্শ্ববর্তী খোকশা,কুমারখালী,ও কুস্টিয়া সদরের যানবাহন ও জনসাধারণ শৈলকুপাসহ আশপাশের এলাকায় যাতায়াত করতে এই ব্রিজটি ব্যাবহার করে থাকে।