বটিয়াঘাটায় আমন ধান সংগ্রহে এক হাজার চাষি নির্বাচিত

0

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার বটিয়াঘাটায় আমন ধান সংগ্রহে দ্বিতীয় পর্যায়ে চাষিদের উন্মুক্ত লটারি হয়েছে। খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টার দিকে স্থানীয় উপজেলা অডিটরিয়ামে নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে লটারি অনুষ্ঠিত হয়। ১৭ হাজার ৬০৪ জন আমন ধান চাষির মধ্যে লটারি করে ১ হাজার নির্বাচিত করা হয়। প্রত্যেক চাষি ১ টন থেকে ৩ টন ধান দিতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সরদার রফিকুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রফিকুল আলম, গোডাউন কর্মকর্তা অসীম কুমার, উপজেলা প্রেস কাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার প্রমুখ।