ঝিকরগাছায় ‘জনশুমারি ও গৃহগণনাকারী’ আবেদনকারীদের পরীক্ষা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে যশোরের ঝিকরগাছায় জনশুমারি, গৃহগণনাকারী ও সুপারভাইজার পদে আবেদনকারীদের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ইউনিয়নওয়ারী বিরতিহীনভাবে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে বাঁকড়া, শংকরপুর, হাজিরবাগ, নির্বাসখোলা, পানিসারা ও নাভারণ ইউনিয়নের আবেদনকারীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজার যাচাই-বাছাই কমিটির ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) সাধন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, প্রাথমিক শিক্ষা অফিসার ইসমত আরা পারভীন। আজ বুধবার উপজেলার গদখালী, শিমুলিয়া, গঙ্গানন্দপুর, মাগুরা, ঝিকরগাছা সদর ইউনিয়ন ও পৌরসভায় আবেদনকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।