ঝিকরগাছা বিএম হাইস্কুলে মিড-ডে মিল কাবের সদস্য মনোনয়ন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোর জেলার ৫৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রতিটি বিদ্যালয়ে ৯ সদস্য বিশিষ্ট মিড-ডে মিল কাব গঠনের উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল খালেক আকস্মিকভাবে ঝিকরগাছা বিএম হাইস্কুলে উপস্থিত হয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী দিব্য অধিকারীকে ওই শ্রেনির পক্ষে কাবের সদস্য পদের মনোনয়ন দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সহকারী প্রধান শিক্ষক আহসানুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সকল শিক্ষার্থীরা যাতে বাড়ির তৈরি খাবার খেয়ে সকালে স্কুলে আসে এবং যার যার সাধ্যমত দুপুরের খাবার নিয়ে আসে তার তদারকি ও দরিদ্র শিক্ষার্থীদের দুপুরে খাবার খেতে আর্থিক সহযোগিতার জন্য প্রচেষ্টা চালানোই এই কাব ও সদস্যদের প্রধান কাজ বলে জানা গেছে।