আলোচিত আইনজীবী আমিরের স্ত্রীর শরীরে আঘাতের চিহ্ন থাকলেও আত্মহত্যা করেছেন

0

স্টাফ রিপোর্টার ॥ ময়নাতদন্তে নিহত গৃহবধূ সালেহা খাতুন সোনিয়ার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পেয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক। তবে তার মৃত্যু আত্মহত্যাজনিত কারণে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যশোর সিভিল সার্জন অফিস থেকে ময়নাতদন্তের এই রিপোর্ট পাওয়ার পর সেটি আদালতে জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। নিহত সালেহা খাতুন সোনিয়া আলোচিত আইনজীবী আমির হোসেনের স্ত্রী। এ মামলায় আমির হোসেনের জামিন আদালত থেকে মেলেনি বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। মামলায় করা অভিযোগ থেকে জানা যায়,যশোর সদর উপজেলার লেবুতলা পূর্বপাড়ার সিরাজুল ইসলামের মেয়ে সালেহা খাতুন সোনিয়াকে (২২) গত ১২ রমজানে বিয়ে করেন ডহেরপাড়া বিশ্বাসপাড়ার মৃত হাবিব মুন্সীর ছেলে আইনজীবী আমির হোসেন (৪০)। কিন্তু বিয়ের পর ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে আমির হোসেন তার স্ত্রীকে নির্যাতন চালাতে শুরু করেন। এরপর গত ২ নভেম্বর সন্ধ্যায় আমির হোসেনের বাড়ি থেকে সালেহা খাতুন সোনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সালেহা খাতুন সোনিয়ার পিতা সিরাজুল ইসলামের অভিযোগ, আমির হোসেন যৌতুকের দাবিতে তার মেয়েকে মারপিট করেন। এক পর্যায়ে তার মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালানো হয়। ফলে মেয়েকে হত্যার অভিযোগ এনে তিনি কোতয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, সম্প্রতি তিনি সিভিল সার্জন অফিস থেকে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছেন। পরে ওই রিপোর্ট আদালতে দাখিল করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্টে সালেহা খাতুন সোনিয়ার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া আত্মহত্যাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পুলিশের ওই কর্মকর্তা জানান, আটকের পর তিনি আমির হোসেনকে আদালতে সোপর্দ করেছিলেন। বর্তমানে আমির হোসেন কারাগারে আটক রয়েছেন। আদালতে তার জামিন মেলেনি।