ঝিকরগাছায় স্ত্রীর চুল কেটে দেওয়ার মামলায় সাদ্দামের রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে মারপিট ও চুল কেটে দেওয়ার মামলায় আটক সাদ্দাম হোসেনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার এ সংক্রান্ত পুলিশের আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মাহাদী হাসান তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে পুলিশ তার ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলো। মামলা সূত্রে জানা যায়, হাড়িয়াঘোপ গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে সাদ্দাম হোসেন ৪ বছর আগে এক নারীকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের দুই বছরের একটি সন্তান রয়েছে। কিন্তু সাদ্দাম ১ লাখ টাকা যৌতুকের দাবিতে প্রায় তার স্ত্রীকে নির্যাতন করতেন। ২০১৮ সালে সাদ্দামকে তার শ্বশুর ৫০ হাজার টাক যৌতুক দেন। এরপর যৌতুকের ৫০ হাজার টাকার জন্য সাদ্দাম তার স্ত্রীকে চাপ দিতে থাকেন। কিন্তু যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় গত ২১ জানুয়ারি সাদ্দাম তার মায়ের প্ররোচনায় স্ত্রীকে মারপিট করেন। এমনকী স্ত্রীর মাথা ও ভ্রুর চুল কেটে দেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী স্বামী ও শাশুড়িকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন।