সপ্তাহব্যাপী মধুমেলা শেষ হচ্ছে আজ

0

জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর (যশোর) ॥ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী ও সপ্তাহব্যাপী মধুমেলার আজ মঙ্গলবার সমাপনী দিন। যশোর কেশবপুরের কপোতা নদ তীরের সাগরদাঁড়িতে দেশের দণি পশ্চিামাঞ্চলের সর্ববৃহৎ এই মেলা শুরু হয় গত ২২ জানুয়ারি। সপ্তাহব্যাপী মধুমেলায় লাখো মধুভক্ত আর ভ্রমণ পিপাশুদের পদচারণায় মেলা অঙ্গণ সরব হয়ে ওঠে। মধুমেলা অশ্লীলতামুক্ত হওয়ায় মধুভক্তদের মাঝে স্বস্তি ফিরেছে। মেলা আয়োজন কমিটি যশোর জেলা প্রশাসনের কঠোর পদেেপ এবারের মধুমেলা একটি নির্মল মেলা হয়েছে বলে মন্তব্য করেছেন মেলায় আগত মধুপ্রেমীরা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার নারী-পুরুষ, শিশুসহ সকল শ্রেণিপেশার মানুষ পরিবার পরিজন নিয়ে মেলার মাঠে মধুমঞ্চে মন্ত্রী, এমপি ও দেশবরেণ্য কবি সাহিত্যিকদের আলোচনা ও সাং®কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত মঞ্চে যাত্রাপালা, সার্কাস দেখে এবং নাগরদোলায় চড়ে সময় কাটিয়েছেন। আবার কেউ কেউ সারাণ মেলার মাঠে ঘুরে ঘুরে বিভিন্ন পণ্যসামগ্রী কেনাকাটায় ছিলেন ব্যস্ত। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মধুভক্তরা ঘোরাফেরা করেছেন নিরাপদে। এবারের মেলায় প্রতিটি স্টলেই আগত মধুপ্রেমী দর্শনার্থীদের উপচেপড়া ভীড় ল্য করা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেচাকেনা হয়েছে শিশুদের খেলনা। রেশমি চুড়িসহ মেয়েদের সাজগোজের জিনিসপত্রও বিক্রি হয়েছে প্রচুর। মেলার মাঠে এবার ছোট বড় মিলে পাঁচ শতাধিক স্টল বসেছে।
কবির জন্মবার্ষিকী ও মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান জানান, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬ তম জন্মবার্ষিকী উপলে মধুমেলায় লাখো মানুষের সমাবেশ ঘটেছে। দর্শনার্থীরা সারাণ মেলার মাঠে সার্কাস দেখার পাশাপাশি চড়ছেন নাগরদোলায়। মেলার মাঠের স্টলগুলোতে দর্শনার্থীদের ভিড় প্রচুর। সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সচেষ্ট রয়েছেন। তিনি আরো জানান, মধুমঞ্চে আলোচনা অনুষ্ঠানে আলোচকদের মধুসূদনের জীবন ও সাহিত্য নিয়ে যে ধরনের বক্তব্য বেরিয়ে আসছে তাতে আমাদের বাংলা সাহিত্যে মধুসূদনের অবদান চিরস্মরণীয় থাকবে। কেশবপুর থানা পুলিশের ওসি মো. আবু সাঈদ জানান, মেলার মাঠের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সর্বাত্মক সর্তকতা নেয়া হয়েছে। মধুমঞ্চসহ গোটা মেলার মাঠ ও আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে। আজ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংষ্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ হাসান এমপি।