সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন : বেনাপোলে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোলে সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। এ সময় তিনি বলেন, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি যাতে বৃদ্ধি পায় সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে। কারণ এ সংগঠনের সদস্যদের মূল দায়িপ্ত হলো সরকারের রাজস্ব আহরণে সহযোগিতা করা। রবিবার সন্ধ্যায় স্টাফ অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে অনুষ্ঠানে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাফা উদ্দিন খার সভাপতিত্ব করেন। বিশেষ অতিখি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মফিজুর রহমান সজন, সাবেক সভাপতি আলহাজ শামসুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, যশোর জেলা পরিষদ সদস্য অহেদুজ্জামান অহিদ, সহ-সভাপতি আলহাজ খাইরুজ্জামান মধু, কাস্টম বিষয়ক সম্পাদক আলহাজ নাসির উদ্দিন ও প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ প্রমুখ। শপথ বাক্য পাঠ করান স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। এ সময় শপথ গ্রহণ করেন নব নির্বাচিত কমিটির বার বার নির্বাচিত সভাপতি মজিবর রহমান, সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, যুগ্ম সম্পাদক আলহাজ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তাজিন, দফতর সম্পাদক শাকিল হোসেন, শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক রিয়াজুল ইসলাম ওয়াসীম, অর্থ সম্পাদক সুমন হোসেন, কাস্টম বিষয়ক সম্পাদক শহিদুল আলম, বন্দর বিষয়ক সম্পাদক আওয়াল হোসেন, কার্গো বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, প্রচার ও ক্রীড়া সম্পাদক আরিফ বিল্লাহ, ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী, কার্যনির্বাহী সদস্য ইসমাইল শেখ, আসাদুজ্জামান আসাদ, হাসান আলী ও আব্দুস ছাত্তার।