ইয়াবা নাটকে নিজেই ফেঁসে গেল যুবক!

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় ওষুধ কোম্পানির পরিবেশককে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসাতে গিয়ে এক যুবক নিজেই ফেঁসে গেছে। গত সোমবার বিকেলে পাইকগাছা পৌর এলাকার হোটেল আল-মদিনায় এ ঘটনা ঘটে। একাধিক সূত্র জানায়, এদিন হোটেল আল-মদিনার ১৮ নম্বর কক্ষের বোর্ডার ছিলেন পপুলার ওষুধ কোম্পানির পরিবেশক মফিজুল ইসলাম। এই কক্ষের খাটের নিচে সিগারেটের প্যাকেটে ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট গোপনে রেখে দেয় সাইফুল ইসলাম নামে ঝিনাইদহের এক যুবক। সূত্র মতে, আর্থিক সুবিধা আদায় করতে না পেরে ইয়াবা রেখে সাইফুল থানা পুলিশে খবর দেয়। ফলে পুলিশের এএসআই নাসির হোটেলে এসে ইয়াবা উদ্ধারসহ দুজনকে (মফিজুল ও সাইফুল) থানায় নিয়ে যান। থানার ওসি এমদাদুল হক শেখের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাইফুল প্রকৃত ঘটনা স্বীকার করে। ফলে রক্ষা পান মফিজুল। ওসি জানান, এ ব্যাপারে সাইফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অন্যদিকে নির্দোষ মফিজুল ইসলামকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি খুলনার কয়রা উপজেলার জায়গীরমহলের মজিদ শেখের ছেলে।