ফুলতলায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনা ফুলতলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান রোববার বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুর রহমান আকুঞ্জী। বক্তব্য রাখেন অধ্যক্ষ গাজী মারুফুল কবির, কাজী শহিদুল ইসলাম, মোশারফ হোসেন খোকন, সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, মো. নেছার উদ্দিন, গোলাম সরোয়ার মোল্যা, জুলফিকার আলী, শিক্ষার্থী হাদীউজ্জামান, তাসকিয়া তাবাচ্ছুম, সিমু খাতুন, সোহানা সুলতানা রজনী, রহিম খান, সাব্বির রহমান, কাজল খাতুন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম। এদিকে গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়েও অনুরুপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন ডা. সেকেন্দার আবু জাফর, আবুল হোসেন মোল্যা, নজরুল ইসলাম, শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ মোশারফ হোসেন।