বলিউডের সিনেমার নায়িকা হচ্ছেন বাংলাদেশের মিথিলা

0

লোকসমাজ ডেস্ক॥ তরুণ নির্মাতা হায়দার খানের পরিচালনায় ‘রোহিঙ্গা’ শিরোনামের একটি বলিউডের সিনেমার নায়িকা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল তানজিয়া জামান মিথিলা। এরই মধ্যে সিনেমাটির ৯০ শতাংশ শুটিং শেষ হয়েছে, বাকী শুটিং ও ডাবিং শেষ করতে আগামীকাল (২৮ জানুয়ারি) আবারও ভারত যাচ্ছেন মিথিলা। সম্প্রতি গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন এই মডেল।
জানা গেছে, বলিউডের লায়ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘রোহিঙ্গা’। সিনেমাটিতে বাংলাদেশের মিথিলার বিপরীতে অভিনয় করছেন ভুটানের স্যাঙ্গে। সালমান খানের আসন্ন ঈদে মুক্তি অপেক্ষায় থাকা ‘রাঁধে’ সিনেমাতে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন এই স্যাঙ্গে।
সিনেমাটি প্রসঙ্গে মিথিলা বলেন, সিনেমায় একজন রোহিঙ্গা মেয়ের ভালোবাসার গল্প দেখানো হয়েছে। বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু এই সিনেমার বিষয়বস্তু না।
বলিউডের সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলা বলেন, পরিচালক হায়দার খান ফটোগ্রাফি করেন। সেই সূত্রে আমার পরিচয়। একদিন হঠাৎ ফোন করে আমাকে সিনেমাটির প্রস্তাব দেন। এরপর স্ক্রিনটেস্ট দিই। তারপরই আমি শুটিংয়ে।
সিনেমাটির পোস্টার
নির্মাতা সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে ২০২০ সালের মাঝামাঝি সময়ে ‘রোহিঙ্গা’ মুক্তির দেওয়া পরিকল্পনা রয়ে