করোনা ভাইরাস: সীমান্ত পারাপারে সতর্কতা

0

লোকসমাজ ডেস্ক॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সতর্কবার্তা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার পর দেশের স্থলবন্দরগুলোতে যাত্রী পারাপারে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টগুলোতে সব যাত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
সাতক্ষীরা : করোনা ভাইরাস মোকাবেলায় সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এ দেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। রবিবার থেকে প্যারা মেডিক্যাল চিকিৎসকদের সমন্বয়ে চার সদস্যের এই কমিটি কাজ শুরু করে। ভোমরা ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সহিদ বলেন, ‘প্যারা মেডিক্যাল চিকিৎসকদের সমন্বয়ে চার সদস্যের কমিটি করা হয়েছে। দেশের অন্যান্য স্থানের মতো ভোমরা বন্দরকে নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। ভারত থেকে আসা রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ছেড়ে দেওয়া হচ্ছে। আর বিশেষ করে গায়ে জর জর ভাব, সর্দি, কাশি থাকলে তাদের বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন শীতের সময় অনেকে ঠান্ডাজনিত সর্দি-জরে ভুগছেন। এটা নিয়ে আমাদের একটু বিপদে পড়তে হচ্ছে।’ সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, স্বাস্থ্য অধিদফতর থেকে বৃহস্পতিবার চিঠি পাওয়ার পরই জেলা স্বাস্থ্য বিভাগ চার সদস্যের কমিটি গঠন করে। সন্দেহজনক রোগী শনাক্ত হলে ঢাকায় খবর পাঠানোর কথাও বলা হয়েছে।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস প্রতিরোধে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট ও আন্তর্জাতিক রেলস্টেশনে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শাকিল আরসালানকে প্রধান করে গঠন করা ঠয় সদস্যের এ কমিটি আজ সোমবার থেকে থেকে কাজ শুরু করেছে। চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে প্রতিদিন বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশের প্রায় তিন হাজার যাত্রী আসা-যাওয়া করেন। ডা. শাকিল আরসালান জানান, তারা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। কোনও রোগীর সন্ধান পেলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হবে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান বলেন, ‘সড়ক ও রেলপথে দুই দেশের যাত্রীরা বাংলাদেশ ও ভারতে আসা যাওয়া করেন। উভয়পথেই সতর্কতা জারি হয়েছে।’