‘পরিবেশ বাঁচাতে’ এগিয়ে এলো মাইক্রোসফট

    0

    লোকসমাজ ডেস্ক॥ বছরের শুরুতে মাইক্রোসফট বেশ কয়েকটি ঘোষণা দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ হ্রাস করবে বিল গেটসের প্রতিষ্ঠান। বিশ্বের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে প্রকাশ্যে এ ঘোষণা দিয়েছে তারা। পরিবেশের ভারসাম্য ধরে রাখতে এমন উদ্যোগকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা।
    মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ ‘মাইক্রোসফটের কার্বনের পরিমাণ কমানো এবং চূড়ান্তভাবে অপসারণ’ করার একটি রূপরেখা প্রকাশ করেন। তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে এটি শতভাগ কার্যকর করা হবে। দশকের শেষের দিকে বায়ু থেকে আরো কার্বন অপসারণ করবো। তবে আমাদের এ রূপরেখা ২০৫০ সাল পর্যন্ত কার্যকর হবে।
    শিল্পায়নের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ রেকর্ড ছাড়িয়েছে। ফলে পরিস্থিতির পরিবর্তন না হলে, পরিবেশের ভারসাম্য ধরে রাখা কঠিন হবে। স্মিথ এক ব্লগ পোস্টে বলেন, ১৯৭৫ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রত্যক্ষভাবে বা বৈদ্যুতিক শক্তি দ্বারা নির্গত কার্বন পরিবেশ থেকে সরিয়ে ফেলবে।
    সংবাদ সম্মেলনে মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ, ফিন্যান্সিয়াল অফিসার অ্যামি হুড ও প্রধান নির্বাহী সত্য নাদেলাসংবাদ সম্মেলনে মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ, ফিন্যান্সিয়াল অফিসার অ্যামি হুড ও প্রধান নির্বাহী সত্য নাদেলা
    পরিবেশবিদরা বলছেন, এটি নিঃসন্দেহে খুবই চমৎকার পরিকল্পনা। এ পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তবিরোধী এমন আন্দোলন সব প্রতিষ্ঠানেরই থাকার প্রয়োজন। কিন্তু এটা কতটা কার্যকর হবে তা দেখার বিষয়। কারণ এর আগে আলফাবেট ইনকর্পোরেটেড এমন উদ্যোগ নিয়েছিল ২০০৭ সালে। অনানুষ্ঠানিক কার্যক্রমটির কার্যক্রম প্রায় অচল!
    অ্যামাজন গত বছর ২০৩০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য শক্তি ব্যবহার এবং ২০৪০ সালের মধ্যে ‘কার্বন নেগেটিভ’ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। একই বছর নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেছিলেন, রাজ্যটি কার্বন নিরপেক্ষ হয়ে যাবে। এছাড়াও মাইক্রোসফটের পরিকল্পনায় গাছ লাগানো এবং তা সমর্থন করা সংস্থাগুলো কার্বন নিঃসরণের জন্য তার বিভাগকে অভ্যন্তরীণভাবে ‘কর’ দেবে। সেই অর্থ টেকসই যোগ্যতা প্রচেষ্টা তহবিলের জন্য ব্যবহার করবে।