যেভাবে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

    0

    লোকসমাজ ডেস্ক॥ আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটার নম্বরের তথ্য ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে ‘এসএমএস’ করে জানা যাবে।
    সোমবার দুপুরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান এ তথ্য জানান।
    তিনি বলেন, ‘মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে ”PC স্পেস NID number” (জাতীয় পরিচয়পত্র নম্বর) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটকেন্দ্রের নাম ও ভোটার নম্বর চলে আসবে ভোটারের।’
    ইসি সূত্র জানায়, ঢাকা উত্তর সিটিতে ৩০ লাখ ৯ হাজার জন ভোটারের বিপরীতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ৭ হাজার ৮৫০টি ভোটকক্ষ থাকবে। অন্যদিকে, দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রে ৬ হাজার ৫৮৯টি ভোটকক্ষ থাকবে। এ সিটিতে ভোটার সংখ্যা ২৪ লাখ ৫২ হাজার জন।