বেনাপোলে কাস্টম দিবস পালিত

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ উৎসবের মধ্যে দিয়ে যশোরের বেনাপোলে আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত হয়েছে। কাস্টম দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
রবিবার সকালে জাতীয় পতাকা, বেলুন ও কবুতর উড়িয়ে কাস্টম দিবসের উদ্বোধন করেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। পরে ব্যানার প্ল্যাকার্ড ফেস্টুনসহ বিশাল এক শোভাযাত্রা বেনাপোল বন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে কাস্টম ও বন্দর কর্মকর্তা, পুলিশ, বিজিবি, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, ট্যান্সপোর্ট অ্যাসোসিয়েশন , জনপ্রতিনিধি, ব্যবসায়িক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রশাসনসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরে কাস্টমস মিলনায়তনে কাস্টম দিবসের ওপর সেমিনার ও আলোচনা সভা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হুসাইন চৌধুরী,
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন,জাতীয় রাজস্ববোর্ড সদস্য মেফতাহ উদ্দিন খান, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. সৈয়দ নেয়ামুল ইসলাম, যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন। সভা শেষে রাজস্ব আদায়ে বিশেষ ভূমিকা রাখায় ১০ জন ব্যবসায়ীকে সম্মামনা ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।