যশোর শিক্ষা বোর্ডে দুদকের তদন্ত

0

স্টাফ রিপোর্টার॥ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটি কাজে অনিয়মের অভিযোগ তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল অভিযোগের সরেজমিন তদন্তে যান। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুদকের ওই কর্মকর্তা প্রশাসনিক ভবন-১ এর সামনে এসএম স্টিল দিয়ে ঘেরা ফুলের বাগান ও প্রশাসনিক ভবন-২ এর সামনে এসএস স্টিলের নির্মিত ফাপ স্ট্যান্ড ও এতে ব্যবহৃত টাইলস পরিমাপ করেন। বিভিন্ন স্থাপনায় ও গাছের টানা রঙের আয়তনও তিনি পরিমাপ করেন। এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে বলা হয়, তিনি যে কাজগুলোর ওপর তদন্ত চালাচ্ছেন তা গত বছর ২ লাখ ৬৭ হাজার টাকার বিনিময়ে সম্পন্ন করা হয়। বোর্ডের একটি কমিটির মাধ্যমে এটা করা হয়। কাজের মধ্য দিয়ে প্রশাসনিক ভবন-২ এর সামনে এসএসের স্টিল দিয়ে ঘেরা ফুলের বাগান ও প্রশাসনিক ভবন-১ এর সামনে এসএসের স্টিল দিয়ে ঘেরা ফাগ স্ট্যান্ড। এছাড়া বিভিন্ন স্থাপনা ও ১৫০টি গাছে রং টানা হয়। দুদকের পক্ষ থেকে বলা হচ্ছে, অনেক পুরনো একটি পকল্পের দুর্ন্যীতির অভিযোগ তদন্ত চলছে। যা আগামীতেও চলবে। দুর্নীতি বিরোধী কোন অভিযান না। এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল আলীম বলেন, দুদকের ওই কর্মকর্তা নিজের মত তদন্ত করে আমার কক্ষে আসেন সৌজন্য সাক্ষাত করতে। তদন্তের বিষয়ে তিনি আমাকে কিছু বলেননি। আমি দায়িত্ব নেয়ার পর প্রতিটি কাজ শতভাগ স্বচ্ছ ও নিষ্ঠার সাথে হয়েছে। সুতরাং দুদকের তদন্তে আমার শংকিত হওয়ার কোন কারণ নেই। অভিযোগ তদন্তকারী দুদকের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বলেন, আমি অনেক পুরনো একটি প্রকল্পের অভিযোগের তদন্তে গিয়েছিলাম। এটি ধারাবাহিক কাজের অংশ। সেখানে আমি কাজের প্রকল্পের মাপ জোপও চালিয়েছি। তদন্তের স্বার্থে আর কিছু বলতে পারবো না। এই কাজ অব্যাহত থাকবে।