যশোর ইন্সটিটিউট নির্বাচন : ২০ পদে ২ প্যানেলের ৪৪ জনের মনোনয়নপত্র জমা

0

স্টাফ রিপোর্টার॥ যশোর ইন্সটিটিউট পরিচালনা পরিষদের নির্বাচনে ২০টি পদের বিপরীতে ২টি প্যানেল থেকে ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রোববার উভয় প্যানেলের প্রার্থীরা তাদের প্যানেল লিডারদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। ডা. আবুল কালাম আজাদ লিটু ও কবি কাসেদুজ্জামান সেলিমের নেতৃত্বাধীন সংস্কার ও উন্নয়ন সমিতির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন শেখ রাকিবুল আলম জয়, মো. আব্দুর রহমান কিনা, এস নিয়াজ মাহমুদ, অ্যাড. শাহরিয়ার বাবু, অ্যাড. মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, মো. আব্দুর রাজ্জাক, বিনয় কৃষ্ণ মল্লিক, মো. আব্দুস সবুর নান্নু চাকলাদার, এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, মো. মুস্তাফিজুর রহমান মুস্তাক, এসএম আজহার হোসেন স্বপন, মিনারা খন্দকার, অ্যাড. চুন্নু সিদ্দিকী, রওশন আরা রাসু, এএম মহিউদ্দিন লালু, অ্যাড. আবু সেলিম রানা, অ্যাড. মো. ইসহক, মো. আহসান হাবীব পারভেজ, নাসির উদ্দিন মিঠু ও মো. আলমগীর হোসেন।অপরদিকে, ড. মো. মোস্তাফিজুর রহমান ও এজেডএম সালেক স্বপনের নেতৃত্বাধীন পরিবর্তন ও উন্নয়ন সমিতির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সহকারী অধ্যাপক মো. ইবাদত আলী, অ্যাড. শহীদ আনোয়ার, অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, কাজী লুৎফুননেছা, মুস্তাফিজুর রহমান কাবুল, মাহমুদ হাসান বুলু, শ্রাবস্তি আহমেদ, ডা. জহিরুল ইসলাম, হাসিনুর রহমান, ইমরান সাদিক, মোস্তাফিজুর রহমান কবীর, মনোয়ার আলম খান দুলু, অ্যাড. আবুল কায়েস, অ্যাড. প্রশান্ত দেবনাথ, অধ্যক্ষ শাহীন ইকবাল, চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, সুখেন মজুমদার, অ্যাড. আমিনুর রহমান হিরু, চঞ্চল সরকার ও কামাল হোসেন পলাশ। আগামী ১৩ মার্চ ভোট গ্রহণ করা হবে।