পাইকগাছায় মতবিনিময় সভায় জনপ্রশাসন সচিব

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ জনপ্রসাশন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন শনিবার সন্ধ্যায় সোলাদানা ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন। ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে ইউপি চেয়ারম্যান এস.এম. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এলাকার জনদুর্ভোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা শোনেন। তিনি এলাকার রাস্তা, সোলাদানা খেয়াঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, সাইক্লোন শেল্টার, টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানিসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন হলে সমাধানের আশ্বাস দেন। তিনি চেয়ারম্যানকে এলাকার জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখিত আকারে তার দপ্তরে পাঠানোর জন্য বলেন। এ সময় চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সচিবকে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, শেখ ফারুক উদ্দীন, প্রধান শিক্ষক আমিনুর রহমান, অলোক মৃধা, আনিছুর রহমান, ইউপি সদস্য ঠাকুর দাস সরদার প্রমুখ।