যশোরে বাস কাউন্টার থেকে মাদকদ্রব্যসহ আটক ২

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পালবাড়ির (নতুন খয়েরতলা) বিআরটিসি পরিবহনের কাউন্টার অফিস থেকে রোববার এক কেজি গাঁজা ও ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় বিআরটিসির ওই কাউন্টারে দায়িত্বরত আশরাফুল ইসলাম পান্না ও কলারম্যান ইবাদুলকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ জানান, পালবাড়ির বিআরটিসি কাউন্টারের মাধ্যমে পরিবহন বাস মূলত উত্তরবঙ্গে যায়। তাদের কাছে খবর ছিলো যে, দীর্ঘদিন ধরে ওই কাউন্টারের মাধ্যমে বাসে করে উত্তরবঙ্গে মাদকদ্রব্য পাচার করা হচ্ছে। এর সাথে পালবাড়ির বিআরটিসি কাউন্টারের ইজারাদার আশরাফুল ইসলাম পান্নাসহ অন্যরা জড়িত। এ খবরের প্রেক্ষিতে রোববার দুপুর ২টার দিকে তারা বিআরটিসি পরিবহনের ওই কাউন্টারে অভিযান চালান। এ সময় সেখান থেকে এক কেজি গাঁজা ও ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে তারা আশরাফুল ইসলাম পান্না ও কলারম্যান ইবাদুলকে আটক করেছেন। প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানায়, বিআরটিসি কাউন্টার সংলগ্ন একটি ঘর রয়েছে। যেখানে বিভিন্ন মালামাল রেখে দেয়া হয়। ওই ঘরে তল্লাশি চালিয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। ফেনসিডিল ঘরে থাকা হেলমেট ও বাসের টায়ারের ভেতর লুকানো ছিলো। এদিকে একটি সূত্র জানায়, আটক কলারম্যান ইবাদুল পুলিশের একজন কর্মকর্তার সোর্স হিসেবে পরিচিত।