যশোর মেডিসিন ব্যাংকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0

যশোর মেডিসিন ব্যাংকের উদ্যোগে অঙ্গিকারের সহযোগিতায় আমবটতলার বেলেরমাঠ এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক মেডিসিন ব্যাংকের সচিব ডা. আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ সুলতান আহমদ, শেখ গোলাম ফারুক ও মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লা। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা প্রদান করেন বিশিষ্ট দন্ত চিকিৎসক মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লা, শিশু বিশেষজ্ঞ ডা. ইদ্রিস আলী, গাইনি বিশেষজ্ঞ ডা. ফারহানা শবনম, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সোনিয়া ও দন্ত বিশেষজ্ঞ ডা. প্রিয়াংকা দাস। মেডিকেল ক্যাম্পে মোট ৪৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিসিন ব্যাংকের সহকারী কর্মকর্তা আবু সাআদ শাওন, ইবনেসিনা হাসপাতালের তরিকুল ইসলাম। বিজ্ঞপ্তি।