যশোরে অজ্ঞান পার্টির কবলে আরও দু’জন

0

স্টাফ রিপোর্টার॥ ঢাকা থেকে যশোরে আসার পথে অজ্ঞান পার্টির সদস্যরা আরও দু’যাত্রীকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে। গুরুতর অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। অজ্ঞান পার্টির শিকার কাজী সজিব আহমেদ (১৯) ও মো. সেলিম (৩৫) জানিয়েছে, রাত ১১টার দিকে তারা ঢাকার গাবতলী থেকে হানিফ পরিবহনের বাসযোগে যশোর আসছিলেন। এ সময় এক যাত্রী তাদের পরিচয় নিয়ে সখ্যতা গড়ে তোলে এবং চা খাওয়ায়। পাটুরিয়া ফেরিয়াটে এসে আখের রস খাওয়ায়। এরপর বাসের ভেতর সিটে এসে বসলে তারা অজ্ঞান হয়ে পড়েন। এ সময় কাজী সজিব আহমেদের কাছ থেকে ১ হাজার ৫শ’ টাকা, ২টি মূল্যবান মোবাইল ফোন, এসএসসি ও এইচএসসির সার্টিফিকেটসহ মূল্যবান কাগজপত্রসহ ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে তাকে ও সেলিমকে উপশহর বাস কাউন্টারে চালক তাদের নামিয়ে দেন। তখন লোকজন তাদের উদ্ধার করার পর গতকাল সকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে দেন। সজিব আহমেদ যশোর শহরের বেজপাড়া প্যারিমোহন রোডস্থ কাজী আব্দুস সবুরের পুত্র। তিনি ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য গুলশানে কোচিং শেষে বাড়ি ফিরছিলেন। মো. সেলিমের বাড়ি নবাবগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার খামারপাড় গ্রামে। তিনি মাইক্রোচালক। ওই বাসে আসার পথে অজ্ঞান করে দুর্বৃত্তরা তার সর্বস্ব নিয়ে যায়।