লোহাগড়ায় বেটাগানসহ এক রাউন্ড গুলি উদ্ধার

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা॥ নড়াইলের লোহাগড়া পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি বেটাগানসহ একরাউন্ড গুলি উদ্ধার করেছে। পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া থানার এসআই মিল্টন ও এসআই আতিকুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় তারা লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামের লুৎফর মন্ডলের ছেলে তিতু মন্ডলের বসতঘরের পেছনে আবর্জনার স্তুপে লুকিয়ে রাখা একটি বেটাগানসহ এক রাউন্ড গুলি উদ্ধার করেন। জানা গেছে,মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমাদা গ্রামে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছিলেন তিতু মন্ডল। অপর পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন সাহেব মল্লিক।