ডা. মোজাম্মেল হোসেনের স্মরণে মোরেলগঞ্জ কল্যাণ সমিতির স্মরণসভা

0

মোরেলগঞ্জ (বাগেররহাট) সংবাদদাতা ॥ বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ডা. মোজাম্মেল হোসেন স্মরণে বিকেলে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ মোরেলগঞ্জ কল্যাণ সমিতি ও মোরেলগঞ্জ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। মোরেলগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি ও কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, সাবেক অতিরিক্ত সচিব মো. সারোয়ার হোসেন, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ড. আব্দুর রহিম খান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, মোরেলগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাড. মনিরুল হক তালুকদার। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট প্রবীর হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, মুক্তিযোদ্ধা ডা. আব্দুস সালাম খান, ড. কাজী মনিরুজ্জামান মনির, মো. ফিরোজসহ ঢাকাস্থ মোরেলগঞ্জ কল্যাণ সমিতি ও মোরেলগঞ্জ ফাউন্ডেশন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।