ফুলতলায় থ্রি হুইলার চলাচলের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাজার পর্যন্ত থ্রি হুইলারসহ সকল যানবাহনের স্বাভাবিক চলাচলের দাবিতে শনিবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য বাজারে ধর্মঘট শুরু হয়েছে। সকাল ১০টায় ফুলতলা বাজারের জামরুলতলা মোড়ে বণিক কল্যাণ সোসাইটির সভাপতি ফিরোজ জমাদ্দারের সভাপতিত্বে ব্যবসায়ীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন বণিক সমিতির নেতা মনির হাসান টিটো, রবিন বসু, এস কে মিজানুর রহমান, আজিজুল হক ফারাজি, দুলাল অধিকারী, মাহাবুব আলম মিঠু প্রমুখ। এদিকে ব্যবসায়ীদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন মটর শ্রমিক নেতা সনজিৎ বসু, ট্রাক শ্রমিক নেতা পংকজ দে, মাহেন্দ্র ইউনিয়ন নেতা জাহাঙ্গীর সিকদার, বকুল ভ্ইুয়া। এ ছাড়া সকল রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ব্যবসায়ীদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানান। ব্যবসায়ীরা মিছিল সহকারে থানা চত্বরে সমবেত হয়ে দাবির বিষয়টি জানান।পরে জামরুল তলায় অনুষ্ঠিত সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে খুলনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও বরাবর স্মারকলিপি পেশ, শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিল এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাজারের সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ রাখা। উচ্চ আদালতের রায় অনুযায়ী খুলনা-যশোর মহাসড়কের পথের বাজার থেকে শেষ সীমানা পর্যন্ত থ্রি-হুইলার,ইজিবাইক ও মাহেন্দ্র চলাচল নিষিদ্ধ থাকায় ফুলতলা বাজারের ব্যবসায়ে চরম মন্দাভাব বিরাজ করছে।