গহিন বন থেকে বিরল ‘বন্য ছাগল’ উদ্ধার

0

মাতামুহুরির গহিন বন থেকে উদ্ধার করা হয়েছে বিরল প্রজাতির বন্য ছাগল। মাতামুহুরি রিজার্ভ ফরেস্টের দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ইয়াংনং মুরং পাড়া থেকে বন্য ছাগলটি উদ্ধার করা হয়। লামা বন বিভাগ সূত্রে জানা যায়, ছাগলটি গহিন বনে একটি কুকুরের সঙ্গে খেলা করতে দেখে গত সপ্তাহে স্থানীয়রা ছাগলটি ধরে নিয়ে আসেন। খবর পেয়ে গত বৃহস্পতিবার বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়ছার স্থানীয়দের কাছ থেকে ছাগলটি উদ্ধার করে। বন কর্মকর্তাকে স্থানীয় হেডম্যান ও কারবারিরা সহযোগিতা করেন। বৃহস্পতিবার রাতে বন্য ছাগলটিকে সংরক্ষণের জন্য কক্সবাজারের চকরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের কর্মকর্তা মাজহারুল ইসলামের নিকট হস্তান্তরর করা হয়। এ সময় মাতামুহুরি রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মো. মিনার চৌধুরী উপস্থিত ছিলেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া এ বন্য ছাগলটি ‘আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)’-এ বিশেষ বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত। লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস.এম কায়ছার জানান, উদ্ধার হওয়া বন্য ছাগলটির ইংরেজি নাম রেড সেরো। এটি দেশের বিরল প্রজাতির একটি বন্যপ্রাণী। বাসস্থানের ক্ষতি এবং শিকারের জন্য এ প্রজাতির ছাগল পুরো পৃথিবীতে হুমকির সম্মুখীন। যার কারণে ‘আইইউসিএন’ তালিকায় বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে এটি অন্তর্ভুক্ত।