শরণখোলায় যৌন হয়রানির কারণে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা #দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির কারণে আত্মহত্যা চেষ্টার ঘটনায় অবশেষে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ছাত্রীর মা বাদী হয়ে স্কুলের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ বিএসসি ও সহকারী শিক্ষক শাহিনুজ্জামান শাহিনের নামে মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, রায়েন্দা সরকারি পাইলট হ্ইা স্কুলের ছাত্রীকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে আসছেন ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক শাহিনুজ্জমান শাহিন। গত বছরের ৩ মার্চ ওই ছাত্রীকে একা পেয়ে শাহিনুজ্জামান কুপ্রস্তাব দেন। বিষয়টি ছাত্রীর মা স্কুলের প্রধান শিক্ষককে জানালে তিনি কোন ব্যবস্থা না নিয়ে উল্টো তার মেয়েকে স্কুলে আসতে নিষেধ করেন এবং টিসি দেয়ার হুমকি দেন।
পরে গত ১৮ জানুয়ারি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ওই ছাত্রী নাম তালিকাভুক্ত করতে আসলে সহকারী শিক্ষক শাহিনুজ্জামান শাহীন খারাপ মেয়ে আখ্যা দিয়ে তাকে স্কুল থেকে বের হয়ে যেতে বলেন। বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনিও সহকারী শিক্ষকের পক্ষ নিয়ে ছাত্রীকে গালমন্দ করে স্কুল থেকে বের করে দেন। লজ্জা ও অপমান সইতে না পেরে স্কুল থেকে বের হয়ে ওই ছাত্রী কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরে অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যওয়া হয় এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী ছাত্রীর মা জানান, আমি এখন খুব অসহায়। আমার মেয়ের মান-ইজ্জত চলে গেছে। আমি কোন উপায় না পেয়ে মামলা করতে বাধ্য হয়েছি। শরণখোলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল সাইদ বলেন, এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে মামলা করতে চাইলে সাথে সাথে মামলা গ্রহণ করা হয়। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী অফিসার ও রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের সভাপতি সরদার মোস্তফা শাহীন বলেন, এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জানতে চাইলে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ বিএসসি বলেন, ওই ছাত্রী আমার কাছে কোন অভিযোগ দেয়নি বা আমার সাথে তার দেখাও হয়নি।