পাইকগাছায় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় মৌচাক সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু চত্বরে সংগঠণের সভাপতি নলিনী কান্তি সানার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। কবি পঞ্চানন মল্লিকের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, বি,এল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল মান্নান। অতিথি ছিলেন, থানার ওসি এমদাদুল হক শেখ, শেখ মো. জালাল উদ্দীন, সাইফুল মিনা, সেবক বিশ্বাস, অজয় রায়, অ্যাড. এফএমএ রাজ্জাক, অধ্যক্ষ রবিউল ইসলাম। প্রধান অতিথি বলেন, সমৃদ্ধশালী জাতি গঠনে সাহিত্য চর্চার বিকল্প নেই। সকলকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি টেকনিক্যাল ও প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে হবে। এ জন্য এলাকায় পাঠাগার গড়ে তুলতে হবে।