বাগেরহাটে অধিগ্রহণকৃত জমির মালিকদের চেক হস্তান্তর

0

বাগেরহাট অফিস ॥ বাগেরহাটের প্রত্যন্ত গ্রামে অধিগ্রহণকৃত জমির মালিক মালিকদের বাড়ি বাড়ি গিয়ে জেলা প্রশাসন চেক বিতরণ করেছে। শুক্রবার সকালে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের কদমী বামনডহর গ্রামের কয়েকটি বাড়ি গিয়ে তাদের জমি অধিগ্রহণের প্রাপ্ত টাকার চেক বিতরণ করেন বাগেরহাট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলামের নেতৃত্বে ভূমি অধিগ্রহণ কর্মকর্তারা। জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জমির মালিকরা ও এলাকাবাসী। এর আগে উপজেলার কদমদী বামনডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খুলনা-মোংলা রেললাইন ও খানজাহান আলী বিমানবন্দরের জন্য অধিগ্রহণ করা জমির গণশুনানি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আলীমুজামান মিলন, কানুনগো নাইম উদ্দিন খান, সার্ভেয়ান ইমরান হোসেন ও জাকির হোসেন।