আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে শহরের মেইন রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, ড. লায়ন ফরিদুল ইসলাম, সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, ডা. হাবিবুর রহমান, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন জিলানি, জেলা তাঁতীদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল প্রমুখ। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন জাতীয়তাবাদী দলের স্বপ্নদ্রষ্টা। তিনি সারাজীবন দেশ ও দলের জন্য কাজ করেছেন। তাঁর মৃত্যুর পর স্ত্রী সন্তানরাও দেশ ও দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করেছেন। কিন্তু তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে দেশ ও দলের অপূরণীয় তি হয়েছে। মৃত্যুর এই দিনে কোকোর রুহের মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা। আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোসহ দলের নিহত সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনসর্মহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।