আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বর্তমান চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার তার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির আয়োজনে সকাল ১১টায় দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গোলাম মোস্তফা, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী হাসিনা ইউসুফ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ। এ সময় কারাবন্দি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়। আরাফাত রহমান কোকো ২০১৫ সালে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন।