সুরবিতানের মাসিক গানের আসর অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সুরবিতান সঙ্গীত একাডেমির মাসিক গানের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় একাডেমির রানা স্মৃতি মঞ্চে এই গানের আসর অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন শিল্পী, পাপিয়া ঘোষ, সঞ্জয় সরকার, এনামুল হক, নাসিমা ফেরদৌসী, তমা দাস, অনুপমা সরকার, দিপক রায়, মৌ রাণী বসু, ওমর ফারুক প্রমুখ। এছাড়া নৃত্য পরিুেবশন করেন অধরা, মৌমী, অপরাজিতা, রাধিকা, অদিতি, মিম, দ্বিপান্তিকা, সমৃদ্ধি প্রমুখ।