হোন্ডা বাজারে এনেছে নতুন মডেলের সিবি হর্নেট ১৬০ আর

0

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) বাজারে এনেছে বিশ্বখ্যাত হোন্ডা সিবি হর্নেট সিরিজ এর নতুন মডেলের মোটরসাইকেল সিবি হর্নেট ১৬০ আর। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বাজারজাত করার সাথে সাথে দারুণ জনপ্রিয়তা পায়। নতুন সিবি হরনেট ১৬০ আর সিবিএস এবং এবিএস মডেল দুটি আসলে উন্নত কর্মক্ষমতা, স্টাইল, স্বাচ্ছন্দ্য ও শক্তিশালী পারফরম্যান্স। নতুন ও আকর্ষণীয় গ্রাফিক নকশা ও নীল ব্যাকলাইটের সঙ্গে আরো আছে সম্পূর্ণ ডিজিটাল মিটার, দৃষ্টিনন্দন ফ্রন্ট, অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক, এক্স-আকৃতির এলইডি টেল লাইট আর আকর্ষণীয় টপ ব্রিজ।
নতুন সিবি হর্নেট ১৬০ আর দেশজুড়ে সব হোন্ডা এক্সক্লুসিভ অথোরাইজড ডিলার্স শোরুমে পাওয়া যাচ্ছে। স্ট্রাইকিং গ্রিন, স্পোর্টস রেড, অ্যাথলেটিক ব্লুু মেটালিক ও মার্স অরেঞ্জ এই ৪ টি আকর্ষণীয় রঙে পাওয়া নতুন সিবি হর্নেট ১৬০ আর। গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ওয়ারেন্টি পলিসি। দুই বছর অথবা ২০ হাজার কিলোমিটার যেটা আগে সম্পূর্ণ হবে সেই অনুযায়ী পাওয়া যাবে ৪ টি বিনামূল্যের পরিসেবা। এ প্রসঙ্গে যশোর ভেনাস অটো‘র কর্ণধার ব্যবস্থাপনা পরিচালক আবু শাহরিয়াদ মিতুল জানান, ‘সাশ্রয়ী দামে সর্বোচ্চ মানের পণ্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ হোন্ডা। দেশের এই উন্নয়নের অগ্রযাত্রায় গতিশীল স্বাধীনতা দেয়ার পাশাপাশি মানুষকে আনন্দিত রাখার চেষ্টা করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়ে হোন্ডার সাথে ভেনাস অটো তার গ্রাহকের সর্বোচ্চ সেবার মান নিশ্চিতের লক্ষ্য পূরণে বদ্ধপরিকর।’ বিজ্ঞপ্তি