মনিরামপুরে চাষির দুই বিঘা জমির শশাগাছ কেটে সাবাড়

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোর মনিরামপুরের পল্লীতে বুধবার রাতে এক দরিদ্র চাষির দুই বিঘা জমির ফলন্ত শশাগাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। ধারদেনা করে লাভের আশায় জমিতে শশা চাষ করেছিলেন নাদড়া গ্রামের আব্দুর রাজ্জাক। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে থানায় অভিযোগ করা হয়েছে। মনিরামপুর থানা পুলিশের এসআই দেবাশীষ মন্ডল জানান, মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক স্থানীয় বাজারের একজন খুচরা সার বিক্রেতা। স্ত্রী ছাড়াও তার সংসারে রয়েছে তিন ছেলে মেয়ে। গ্রামের বাজারে সামান্য ব্যবসা করে ছেলে মেয়েদের লেখাপড়াসহ সংসারের খরচ নির্বাহ করা তার পক্ষে দুরুহ হয়ে পড়ে। আব্দুর রাজ্জাক জানান, বাড়তি রোজগারের আশায় দুই বিঘা জমি বছরে ২৫ হাজার টাকায় লিজ নিয়ে এবার তিনি শশার চাষ করেন। সব মিলিয়ে দুই বিঘা জমিতে শশা চাষে তার খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। ফলনও খুব ভাল হয়েছিল। আগামী সপ্তাহে শশা বিক্রির কথা ছিল। কিন্তু বুধবার রাতে দুর্বত্তরা ক্ষেতের শশাগাছ কেটে সাবাড় করে দিয়েছে। ফলে দরিদ্র এই চাষি এখন দিশেহারা হয়ে পড়েছেন। পূর্ব শক্রতার জের হিসেবে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা চাষি আব্দুর রাজ্জাকের। উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার চাষি আব্দুর রাজ্জাককে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়ে জানান, আগামীতে এই চাষিকে সহযোগিতা করা হবে। এ ব্যাপারে মনিরামপুর থানা পুলিশের ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, বিষয়টি তদন্ত করতে এসআই দিবাশীষ মন্ডলকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেয়া হবে।