প্রতারণার মাধ্যমে জমি লিখে নেয়ার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরের পল্লীতে প্রতারণার মাধ্যমে ১০ শতক জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ এনে আরশাদ আলী নামে এক কৃষক বৃহস্পতিবার বিকেলে মনিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। আরশাদ আলী উপজেলার ষোলখাদা গ্রামের মৃত আব্দুল গণি মোড়লের ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরশাদ আলী জানান, মনিরামপুর উপজেলার জোঁকা গ্রামের মৃত ফজর আলী ব্যাপারীর ছেলে মোতালেব ব্যাপারীর সাথে তার সু-সম্পর্ক ছিল। এক পর্যায়ে মোতলেব ব্যাপারীর কাছ থেকে তিনি ২০১৮ সালের শেষের দিকে ১০ শতক জমি বন্ধক রেখে এক লাখ ৯৬ হাজার টাকা নেন। কিন্তু সরলতার সুযোগ নিয়ে তার কাছ থেকে মোতালেব ব্যাপারী স্বাক্ষর করে নেন। পরে জমি ফেরত নিতে গেলে তিনি আরো এক লাখ টাকা দাবি করেন। কোন উপায় না পেয়ে আরশাদ আলী তাকে আরো এক লাখ টাকা প্রদান করেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস হলে মোতলেব ব্যাপারী জমি ফেরত দিতে প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে জমি ফেরত দেয়া নিয়ে টালবাহানা শুরু করেন মোতলেব ব্যাপারী। সংবাদ সম্মেলনে আরশাদ আলী তার জমি ফেরত দিতে এবং মোতলেব ব্যাপারীর বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।