চৌগাছা দিঘড়ি দাখিল মাদরাসায় নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছার দিঘড়ি দাখিল মাদরাসায় ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও ৬ ষ্ঠ শ্রেণির নতুন ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদরাসা মাঠে এই বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়। মাদরাসার সুপার শাহানাজ পারভীনের সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক শাহিনুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন প্রতিষ্ঠাতা সদস্য হাশেম আলী, নজরুল ইসলাম, আমজেদ গাজী, ছানাউল ইসলাম, আনিসুল ইসলাম, মাসুদুর রহমান, মহিদুল ইসলাম, হাসান আল মামুন, ইমরান হোসেন প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান ও নবীন শিক্ষার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।