কেশবপুরে বিএনপি নেতার পিতার মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলামের পিতা আব্দুল আজিজ সরদার (৯০) ইন্তিকাল করেছেন। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাতে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহম্পতিবার সকাল সাড়ে ১০ টায় দোরমুঠিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা প্রভাষক আলাউদ্দিন আলা প্রমুখ। আরও শোক প্রকাশ করেছেন কেশবপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জয়দেব চক্রবর্তী, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিক ও আব্দুস সালাম, সাধারণ স¤পাদক শামসুর রহমান, শেখ শাহীন, শাহিনুর রহমান, উৎপল দে, মশিয়ার রহমান, দেবব্রত ঘোষ ফটিক, জাহিদ আবেদীন বাবু, তন্ময় মিত্র বাপী, মদন সাহা অপু প্রমুখ।